ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাকশী রেলওয়ের প্রকৌশলীদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
পাকশী রেলওয়ের প্রকৌশলীদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাবনা (ঈশ্বরদী): পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ এর আয়োজনে শীতকালীন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদী উপজেলায় পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) চত্বরের সামনে ‘পাকশী রেলওয়ের ফুটবল মাঠে’ এ খেলা অনুষ্ঠিত হয়।

ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালিস্ট দুই দল হলো যশোর ফ্যালকন্স ও চুয়াডাঙ্গা রেল ফাইটার্স। প্রথমে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ১৪৭ রান করে যশোর। ১৪৮ রান তাড়া করতে নেমে চুয়াডাঙ্গা রেল ফাইটার্স ৮ উইকেটের বিনিময়ে ৮৯ রান করে।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে টাকা, সম্মাননা ক্রেস্ট ও ট্রফি তুলে দেওয়া হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ নাজিব কায়সারের সভাপতিত্বে ধারাভাষ্যকার ও উপস্থাপক খোরশেদ আলমের সঞ্চালনায়  ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (ডিআরএম) আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় অর্থ কর্মকর্তা মিলুপা আকতার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক নাজিমুল হক, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম রফিকুল ইসলাম, যশোর ফ্যালকন্স দলের স্বত্বাধিকারী ও সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী ওয়ালি উল হক তমাল, রেলওয়ে শ্রমিকলীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, সম্পাদক নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।