ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডাস্টবিনে কার্টনের ভেতর নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
ডাস্টবিনে কার্টনের ভেতর নবজাতকের মরদেহ

কুমিল্লা: কুমিল্লা নগরীতে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, দুপুরে স্থানীয়রা ডাস্টবিনে কাগজের কার্টনে মৃত অবস্থায় নবজাতকটিকে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। নবজাতকের মরদেহ কারা ফেলে গেছেন তা কেউ দেখেননি।  

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোর্শেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।