ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যারা বড় কথা বলে, দুর্যোগের সময় তারা কোথায় ছিল: তথ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
যারা বড় কথা বলে, দুর্যোগের সময় তারা কোথায় ছিল: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সামনে জাতীয় নির্বাচন ঘনিয়ে এসেছে। অনেকেই এখন বড় বড় কথা বলবে।

কিন্তু যারা জনগণের দুঃখ-দুর্দশায় যারা ছিল না, তাদের প্রত্যাখ্যান করুন।

তিনি বলেন, নির্বাচন আসলে যারা এসে বড় বড় কথা বলে, তাদের জিজ্ঞেস করবেন করোনার সময়, বন্যার সময় কিংবা নানা দুর্যোগের সময় তারা কোথায় ছিল। আওয়ামী লীগ দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থেকেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া, হোছনাবাদ, লালানগর, দক্ষিণ রাজানগর, রাজানগর এবং পারুয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।  

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদারসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা।

ড. হাছান মাহমুদ বলেন, ১৪ বছর আগে মরিয়মনগর ডিসি সড়কটি ছিল কাঁচা। রাণীরহাট থেকে মরিয়মনগর চৌমুহনী একবার গেলে প্যারাসিটামল খেতে হতো। গর্ভবতী নারী হলে সন্তান প্রসব হয়ে যেতো। এ সব কোনো গল্প নয়, বাস্তবতা। আমরা ক্ষমতায় আসার পর সড়কটি কার্পেটিং করে দিয়েছি। প্রতিবছর বছর সড়কটি সংস্কার করা হয়। এভাবে পুরো রাঙ্গুনিয়ায় উন্নয়নে বদলে গেছে। আজ থেকে ১৪ বছর আগের রাঙ্গুনিয়া আর এখনকার রাঙ্গুনিয়ার চিত্র মেলালেই তা বুঝা যাবে। অলিগলির সড়কও এখন পাকা সড়ক হয়ে গেছে।

তিনি আরও বলেন, ব্যস্ত থাকার পরও প্রতি সপ্তাহে একবার-দুইবার করে এলাকায় এসেছি। গত ১৪ বছর ধরে কে কোনো দলের তা দেখিনি। দলমত নির্বিশেষে সকলের উপকারে আসার চেষ্টা করেছি। সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। আমি যখন আপনাদের দয়জায় আসবো, আপনারাও আমার জন্য আপনাদের দরজাটি খোলা রাখবেন।

এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়ার ১০৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।