ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোক্তার হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মোক্তার শেরপুর সদর উপজেলার পাঞ্জরডাঙ্গার গ্রামের চান মিয়ার ছেলে। তিনি মহাখালী কড়াইল বস্তিতে থাকতেন এবং ব্রিটিশ আমেরিকান কোম্পানিতে চাকরি করতেন।

মোক্তারের বন্ধু মো. শিমুল মিয়া জানান, মোক্তার মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে হাউজ কিপারের কাজ করতেন। রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। মহাখালী রেল ক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩

এজেডএস/আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।