ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ১১ জেলের জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
পাথরঘাটায় ১১ জেলের জরিমানা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার পদ্মা খালে অভিযান চালিয়ে ১০ কেজি অবৈধ হাঙর, দুই কেজি শাপলা পাতা, ৫০ কেজি জাটকাসহ ১১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।  

বুধবার (১ ফেরুয়ারি) ইঞ্জিনচালিত মাছ ধরা একটি ট্রলারে তল্লাশি করে এই মাছ জব্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ১১ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শাফায়াত আবরার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বলেশ্বর নদ সংলগ্ন পদ্মা খালে একটি ট্রলারে তল্লাশি করা হয়। এ সময় ওই ট্রলারে ১০ কেজি অবৈধ হাঙর, দুই কেজি শাপলা পাতা, ৫০ কেজি জাটকাসহ ১১ জেলেক আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১১ জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জাটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অবৈধ শাপলা ও হাঙ্গর মাটিতে পুঁতে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।