রাজবাড়ী: মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অপরাধের দায়ে রাজবাড়ীতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জড়িমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জেলা সদরের বিনোদপুর বাজার ও সিঙ্গা নিজাতপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশে সংরক্ষণ করার দায়ে সিঙ্গা নিজাতপুর বাজারের আব্দুল্লাহ স্টোরকে দুই হাজার, সাজ্জাদ স্টোরকে এক হাজার; ওষুধ পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশে সংরক্ষণের দায়ে মেসার্স জনসেবা মেডিকেল হলকে পাঁচ হাজার; পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে মেসার্স সততা সুপার স্টোরকে চার হাজারসহ ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এসআরএস