ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
খিলগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি কালন মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁও থানাধীন রসুলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, খিলগাঁও থানায় ধর্ষণের ঘটনায় দায়েরকৃত একটি মামলার ২৪ ঘল্টার মধ্যে এজাহারভুক্ত আসামি কালন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর সে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

গ্রেফতার কালন মিয়া প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
পিএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।