ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
গাংনীতে ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক

মেহেরপুর: জেলার গাংনী থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ সাজিদ আলী (১৪) নামের এক কিশোরকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে রামনগর বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।

সে পেশায় একজন ইজিবাইক চালক। আটক সাজিদ আলী উপজেলার কাজীপুর গ্রামের মধ্যপাড়া এলাকার শাহাজামাল আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার রামনগর গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্প ইনচার্জ (এসআই) জহির রায়হান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় সাজিদ আলীর ইজিবাইকটিও জব্দ করেছে পুলিশ।

তিনি আরও বলেন, আটক সাজিদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। সে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে কারাগার নাকি কিশোর সংশোধনাগারে পাঠানো হবে সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।