ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মফিজ উদ্দিন নামে এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির।  

আজিজুল কবির বলেন, কৃষ্ণপুর এলাকায় আত্রাই নদীর তলদেশ থেকে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন মফিজ উদ্দিন নামে এক ব্যবসায়ী- এমন গোপন তথ্য পেয়ে বুধবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সত্যতা মেলায় ব্যবসায়ী মফিজকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ইজারা না নিয়ে অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।