ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ঈদের দিন কারাগারে বিশেষ খাবার ও বিনোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, জুন ৫, ২০২৫
ঈদের দিন কারাগারে বিশেষ খাবার ও বিনোদন

ঢাকা: ঈদুল আজহায় কারাবন্দিদের জন্য বরাবরের মতো থাকছে বিশেষ খাবারের পাশাপাশি বিনোদনের ব্যবস্থা। সকালে বন্দিদের জন্য বিশেষ নাস্তার পরপরই থাকবে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা।

দুপুরের পাশাপাশি রাতেও থাকছে বিশেষ খাবার।

বৃহস্পতিবার (৫ জুন) ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বাংলানিউজকে ঈদুল আজহায় কারাবন্দিদের নিয়ে তিন দিনের বিশেষ আয়োজনের কথা জানান।

তিনি বলেন, ঈদের আগের দিন কারা এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, দুস্থ বন্দিদের মাঝে নতুন বস্ত্র বিতরণ, বন্দিদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা, কেরাত, আজান, সিরাত, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।  

ঈদের দিন আরপি গেটে বন্দিদের আত্মীয়-স্বজনদের মাঝে উপহার ও সুভিনিয়র বিতরণ, বন্দিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন ও বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  

ঈদের পরের দিন আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে বন্দিদের জন্য বাইরের রান্না করা খাবার গ্রহণ ও বিতরণ।  

ঈদের তৃতীয় দিন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণের অংশগ্রহণে Prison Marathon-2025 আয়োজন ও পুরস্কার বিতরণ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ ঢাকা বিভাগের মোট ১৭টি কারাগার ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে। আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে—ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরস্থ চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের জেলার এ কে এ এম মাসুদ বলেন, কেরানীগঞ্জের বন্দিরা ঈদের দিন শুরুতেই নাস্তায় পাবেন পায়েস মুড়ি। দুপুরে মুরগির রোস্ট, গরু ও খাসি। এ ছাড়া কোমল পানীয়, সালাত, পান-সুপারি ও মিষ্টান্ন। রাতে ভাত, মাছ ও আলুর দম। এ ছাড়া ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭, ৮ ও ১০টায়। একটি বন্দিদের নিয়ে দুটি স্টাফদের।

পাশাপাশি কারা অধিদপ্তর থেকে জানা যায়, দেশের সব কারাগারেই বন্দিরা ঈদের আনন্দে মেতে থাকবেন, খাবেন ঈদের বিশেষ খাবার।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ