ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ব্যানার-ফেস্টুন অপসারণের ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
হবিগঞ্জে ব্যানার-ফেস্টুন অপসারণের ঘোষণা

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে সড়ক ও সড়কের পাশে টানানো ব্যানার-ফেস্টুন নামিয়ে নিতে বলেছে পৌরসভা।

যার যার ব্যানার-ফেস্টুন নিজ দায়িত্বে সরিয়ে না নিলে পৌর কর্তৃপক্ষ সেগুলো অপসারণ করবে বলে ঘোষণা দিয়েছে।

পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম জানান, বিভিন্ন সড়ক ও সড়কের পাশে পৌরসভার অনুমতি ব্যতিরেকে ব্যাপকভাবে ব্যানার-ফেস্টুন এবং প্রচার ও বিজ্ঞাপন বোর্ড টানানো হয়েছে। এগুলো ড্রেন, রাস্তা ও ফুটপাতে পড়ে পানি নিস্কাশন বন্ধ এবং সৌন্দর্য্য বিনষ্ট করছে। তাই অবিলম্বে নিজ নিজ ব্যানার ফেস্টুন, বিজ্ঞাপন ও প্রচার বোর্ড ইত্যাদি সড়িয়ে ফেলতে মাইকিং করা হয়েছে। নিজ দায়িত্ব সরিয়ে না নিলে পৌরসভার পক্ষ থেকে এগুলো অপসরাণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।