ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধা থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ মিলল বগুড়ায় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
গাইবান্ধা থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ মিলল বগুড়ায়  ব্যবসায়ী সোলায়মান হোসেন।

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে ফজরের নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ হওয়া ব্যবসায়ী সোলায়মান হোসেনের (৫৪) মরদেহ আটদিন পর বগুড়ার রেল লাইনের পাশ থেকে উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ।  

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে সান্তাহার জিআরপি পুলিশ টেলিফোনে জানায়, শুক্রবার দিবাগত রাতে রেলে কাটা পড়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য ও বর্ণনার ভিত্তিতে ধারণা করা হচ্ছিল মরদেহটি নিখোঁজ সোলায়মানের। পরে বিকেল ৩টার দিকে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিখোঁজ ব্যবসায়ী সোলায়মানের বলে শনাক্ত করেন।  

এর আগে গত ৩ ফেব্রুয়ারি শুক্রবার ফজ‌রের নামাজ আদায়ের জন্য বাড়ির অদূরে অবস্থিত দক্ষিণ বুড়াইল (কল্ল‌্যাবেড় জামে মস‌জিদ) যাওয়ার জন্য ভোর রাতে বাড়ি থেকে বের হন সোলায়মান। তারপর থেকেই নিখোঁজ হন তিনি।

 অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত ৪ ফেব্রুয়ারি ফুলছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করে সোলায়মানের ছোট ভাই আব্দুর রউফ।

এরপর থেকে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে সোলায়মানোর পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল দুর্বৃত্তরা।  

পরে এমন ঘটনায় সোলায়মানকে অক্ষত অবস্থায় ফিরে পেতে গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফুলছড়ি উপজেলা হেড কোয়ার্টারের সামনের রাস্তায় বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করে পরিবার, স্বজন ও স্থানীয়রা।  
মানববন্ধন শেষে ইউএনও, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।