ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত দুর্ঘটনার শিকার ক্যাভার্ডভ্যান

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁন্দের ঘোনা এলাকার আব্দুস সমদের ছেলে মো. আজিম (৩০) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২৮)। তারা পরস্পরের আত্মীয়।  

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবীর জানান, সকালে মো. আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী মোটরসাইকেলে করে ঈদগাঁও স্টেশনে যাচ্ছিল। এ সময় তারা চাঁদের ঘোনা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর কাভার্ডভ্যানটি উদ্ধার করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।

রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, দুই যুবকের লাশ তাদের বাড়িতে রয়েছে। স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩,২০২৩
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।