ঢাকা: রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলের মধ্যে ফরিদপুরে রোড ব্লক তুলে না নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অ.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন যে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে, দুটি ইউনিয়নের সমস্যা, কিন্তু কয়েকটা জেলার যাতায়াত ব্লক করে দিয়েছে। আগে যে সংসদীয় আসনে ছিল, সেটা ভেঙে আরেকটি সংসদীয় আসন দেওয়া হয়েছে। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা হলো নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশনই এটা করেছে। তারা সবাই বসে এটা নির্ধারণ করেছে। এখন এটা নিয়ে ওই এলাকার লোকজনের ভেতর যদি কোনো ক্ষোভ থাকে, সেটা তারা যথাযথ জায়গায় জানাবে। কিন্তু এটার জন্য একটা ইস্যুর ভেতরে নিয়ে আসা কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত নয়। জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এ দুটি ইউনিয়নে কতজন লোক, কতজন ভোটার, আর লাখ লাখ লোককে কিন্তু জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না।
আজকে (রোববার) বিকেলের মধ্যে যদি তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে সমাধান করব। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই। তাদের যদি কোনো দাবি থাকে তারা যথাযথ জায়গায় জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি দেওয়া কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। রাস্তা ব্লক করলে কাউকে ছাড় দেওয়া উচিত নয়, যোগ করেন উপদেষ্টা।
তিনি বলেন, পূজা একেবারে ঘনিয়ে আসছে। এর জন্য কত ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে। পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান-এটার পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তারা যেন ভালোভাবে পূজাটা করতে পারে। পূজার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা যেন না হয়, সেজন্য আমাদের যা যা করার আমরা সবই করব। যাতে তারা ধর্মীয় রীতি-নীতি মেনে সব করতে পারে, এজন্য আমরা সব ব্যবস্থা করে দেব। অনেক জায়গায় সমস্যা আছে, ওই যে কমিটির ভেতরে, নিজেদের ভেতরেও নিয়ন্ত্রণ হয়ে গেছে। আমরা অনুরোধ করব, তারা নিজেদের মধ্যে যেন মিটমাট করে নেন, যাতে পূজাটা ভালোভাবে সম্পন্ন হয়।
এসকে/এসআই