ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সেপ্টেম্বরে প্রতিদিন ১০ খুন, নারী-শিশু নির্যাতন ৬৪টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, অক্টোবর ৬, ২০২৫
সেপ্টেম্বরে প্রতিদিন ১০ খুন, নারী-শিশু নির্যাতন ৬৪টি প্রতীকী

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে খুন হয়েছে ২৯৭ জন। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১ হাজার ৯২৮টি।

ওই মাসে গড়ে দিনে খুন হয়েছেন ১০ জন করে এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৪টি করে।

সোমবার (৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো আগস্ট ও সেপ্টেম্বর মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যানে বলা হয়, সেপ্টেম্বর মাসে দেশে ডাকাতির ঘটনা ঘটেছে ৫০টি, দস্যুতার ঘটনা ঘটেছে ১৬৯টি, খুন হয়েছেন ২৯৭ জন, দ্রুত বিচার হয়েছে ৯২টি, দাঙ্গা হয়েছে ৩টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১ হাজার ৯২৮টি, অপহরণের ঘটনা ঘটেছে ৯৬টি, পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন ৪৩ জন, সিঁধেল চুরি হয়েছে ২৯৫টি, চুরি হয়েছে ৮৮৮টি, অন্যান্য কারণে মামলা হয়েছে ৬ হাজার ৬৩১টি, অস্ত্র আইনে মামলা হয়েছে ১৪৫টি, বিস্ফোরক দ্রব্যের মামলা হয়েছে ২১টি, মাদকদ্রব্যের মামলা হয়েছে ৪ হাজার ৫৮৫টি ও চোরাচালানের ঘটনা ঘটেছে ১৮৮টি। এসব ঘটনায় সর্বমোট মামলা হয়েছে ১৫ হাজার ৪৩১টি।



পরিসংখ্যানে আগস্ট মাসের তুলনামূলক অপরাধ চিত্রও তুলে ধরা হয়। সেখানে বলা হয়, আগস্ট মাসে দেশে ডাকাতির ঘটনা ঘটেছে ৬২টি, দস্যুতার ঘটনা ঘটেছে ১৭৬টি, খুন হয়েছেন ৩২১ জন, দ্রুত বিচার হয়েছে ৬৬টি, দাঙ্গা হয়েছে ২টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১ হাজার ৯০৪টি, অপহরণের ঘটনা ঘটেছে ৯০টি, পুলিশ আক্রান্ত হয়েছেন ৫১ জন, সিঁধেল চুরি হয়েছে ৩১১টি, চুরি হয়েছে ৯৫৬টি, অন্যান্য কারণে মামলা হয়েছে ৬ হাজার ৪৮৪টি, অস্ত্র আইনে মামলা হয়েছে ১৪৮টি, বিস্ফোরক দ্রব্যের মামলা হয়েছে ৩২টি, মাদকদ্রব্যের মামলা হয়েছে ৪ হাজার ৮৬০টি ও চোরাচালানের ঘটনা ঘটেছে ১৯৩টি। এসব ঘটনায় সর্বমোট মামলা হয়েছে ১৫ হাজার ৬৫৬টি।

এসসি/এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।