ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে ২০ থেকে ৩০ কার্যদিবস সময় লাগে বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস।
সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফিলিপাইন
দূতাবাস।
দূতাবাস জানায়, ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া একদিনে সম্পন্ন হয় না। ভিসা প্রক্রিয়ার জন্য সাপ্তাহিক ও অন্যান্য ছুটি বাদে ২০-৩০ কার্যদিবস সময় লাগে।
দূতাবাস আরও জানায়, ভিসা না পেলে কোনো ফি লাগবে না, এমন একটি গুজব প্রচলিত রয়েছে; যা সত্য নয়। প্রত্যেকটি আবেদন সতর্কভাবে মূল্যায়ন করা হয় এবং প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত ফি প্রযোজ্য।
আবেদনকারীদের সঠিক, সত্য এবং বৈধ কাগজপত্র জমা দিতে অনুরোধ করেছে ফিলিপাইন দূতাবাস।
টিআর/এমজেএফ