ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে সহায়তা দিল রেড ক্রিসেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে সহায়তা দিল রেড ক্রিসেন্ট

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০টি পরিবারকে ২২ লাখ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
 
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সহায়তা বিতরণ করা হয়।


 
উপকারভোগী ৫০০টি পরিবার ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত লাখাই উপজেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। রেড ক্রিসেন্ট সোসাইটি এ পরিবারগুলোর প্রতিটিকে ৪ হাজার ৫০০ টাকা করে দিয়েছে।
 
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এতে সহেযাগিতা করে।
 
অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। সভাপতিত্ব করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী ও পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
 
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট সফিকুল বারী আউয়াল, যুবলীগ নেতা শফিকুজ্জামান হিরাজ, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোকন চন্দ্র গোপসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।