ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ২১ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
কক্সবাজারে ২১ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার: কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্টে  সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সুগন্ধা পয়েন্ট সংলগ্ন প্রধান সড়কের পাশে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়।

অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান জানান, কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে দীর্ঘ মেয়াদে বন্দোবস্ত নেওয়া ২৭টি প্লট শর্ত ভঙ্গের অভিযোগে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ইতিপূর্বে বাতিল ঘোষণা করে। এর মধ্যে জোনটির সুগন্ধা পয়েন্টে প্রধান সড়ক লাগোয়া কয়েকটি প্লটের সরকারি মূল্যবান জায়গা দখল করে বেশ কয়েকটি স্থাপনা গড়ে তোলা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে ৪টি রেস্তোরাঁ, ৫টি মুদির দোকান, ৭টি ছোট-বড় বিভিন্ন দোকান এবং ৫টি ব্যক্তি মালিকানাধীন অফিস রয়েছে বলে জানান আবু সুফিয়ান।

সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।