ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ের টিউলিপ বাগান পরিদর্শনে ডেনমার্কের রাষ্ট্রদূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
পঞ্চগড়ের টিউলিপ বাগান পরিদর্শনে ডেনমার্কের রাষ্ট্রদূত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় তাকে টিউলিপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় ফুল চাষিরা।

এ সময় তার সফর সঙ্গি ছিলেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডাচ নাগরিক আর্নো হ্যামেলিয়ার্স।

স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সহযোগি সংস্থার আহব্বানে তিনি বাগান পরিদর্শনে এসেছেন বলে জানা গেছে। বাংলাদেশের মতো দেশে সীমান্তের অঞ্চলে এমন নেদারল্যান্ডের নান্দনিক টিউলিপ ফুলের চাষ হতে পারে তা দেখে তারা অভিভূত হন।

তারা এ অঞ্চলে টিউলিপ চাষে সম্পৃক্ত ২০ জন নারী কৃষাণীর সঙ্গে কথা বলেন। টিউলিপ চাষ, ল্যান্ড ও আগামী পরিকল্পনা নিয়ে কথা বলেন। পরে ইএসডিও ও পিকেএসএপের উদ্যোগ, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান ও ড. আর্নো হ্যামেলিয়ার্স।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন কনসালটেন্ট ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (ইফাদ) এর দেওয়ান আলমগীর, সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিকেএসএফ এর ভ্যালুচেইন ষ্পেশালিস্ট মো. রাফিজুল ইসলাম মণ্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

উত্তরের শীতপ্রবণ প্রান্তিক এলাকা তেঁতুলিয়ায় গত বছরের মতো এবারও পিকেএসএফ এবং ইফাদের সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থাটির উদ্যোগে তেঁতুলিয়ার দর্জিপাড়ায় ১ লাখ টিউলিপ ফুলের চারা লাগানো হয়। দুই একর জমিতে ২০ জন স্থানীয় কৃষকের লাগানো চারায় সম্প্রতি ১০ প্রজাতির বাহারি টিউলিপ ফুল ফুটেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক টিউলিপ বাগান দেখতে ভিড় জমাচ্ছেন সেখানে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।