নীলফামারী: নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় নীলফামারীতে পাঁচজনকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী-সৈয়দপুর সড়কের কালিতলা এলাকায় অভিয়ান পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ।
পরিবেশ অধিদপ্তর এতে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করার পাঁচ ট্রাক চালককে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এসআরএস