ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

রংপুর: রংপুরে মাইক্রোবাসের ধাক্কায় সুলতান উদ্দিন (৬৪) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান উদ্দিন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর বেনু বন্দর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল শিক্ষক সুলতান উদ্দিন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে রংপুরে যাচ্ছিলেন। পথে পাগলাপীর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, খবর পেয়ে শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসের চালককে খোঁজা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।