ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

অর্থের অভাবে বিপন্ন অর্থের জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
অর্থের অভাবে বিপন্ন অর্থের জীবন

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের ১৭ মাস বয়সের শিশু অর্থ সরকার। সুমন সরকার  ও স্বপ্না সরকারের  দম্পতির ২ ছেলের মধ্যে সবার ছোট সে।

আর সব শিশুর মতো দুরন্ত শৈশব কাটেনি অর্থের। মাত্র ৭ মাস বয়সে হৃদপিণ্ডে ছিদ্র ধরা পরে তার।

এর পর থেকে অর্থের চিকিৎসা করাতে গিয়ে নগদ টাকা, সোনা, বাড়ি, জমি, অর্থ সব হারিয়ে নিঃস্ব গোটা পরিবার। টাকার অভাবে প্রায় সব ধরনের চিকিৎসা বন্ধ শিশু অর্থের।  অর্থের অভাবে বিপন্ন এখন শিশু অর্থের জীবন।

চিকিৎসকরা জানিয়েছেন, অর্থের হার্ট ছিদ্রের চিকিৎসায় খরচ পড়বে ৪ থেকে ৫ লাখ টাকা।

চোখের সামনে ছেলের কষ্ট পাওয়ার দৃশ্য দেখে আর চিকিৎসা না করাতে পারার বেদনায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অর্থের বাবা সুমন সরকার।  

এবিষয়ে কথা হয় সুমন সরকারের সঙ্গে। তিনি বলেন, ডাক্তারের ভিজিট দেওয়া, ওষুধ কেনা বা একটা পরীক্ষা করানোর কোনো অবস্থাই নেই আমাদের। চোখের সামনে দেখছি একটা ফুটফুটে ছেলে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। ন্যূনতম চিকিৎসাটাও করাতে পারছি না।  

পারিবারিক সূত্র জানায়, জন্মের পর থেকেই অর্থের জ্বর ঠাণ্ডা কখনোই সারতো না। পরে ফরিদপুরের এক শিশু বিশেষজ্ঞের পরামর্শে ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করালে অর্থের হার্টে ছিদ্র ধরা পরে। এখন অর্থের বয়স ১৭ মাস।  

সম্প্রতি অর্থ সরকার চিকিৎসার অভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। ছেলের এই কষ্ট সহ্য করতে না পেরে পরিবারের সদস্যরা এসেছিলেন গণমাধ্যম কর্মীদের কাছে। তাদের আশা সাংবাদিকরা অসহায় অর্থের কথা তুলে ধরলে, দেশের সরকার,  হৃদয়বান মানুষদের নজরে আসলে নিশ্চয়ই অর্থের চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে।  

দেশ ও প্রবাসের হৃদয়বান ভাইদের কাছে আবেদন সহযোগিতার আবেদন রাখেন শিশু অর্থের মা।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।