ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির দোকানে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির দোকানে অভিযান

নওগাঁ: নওগাঁয় অনিয়ম রুখতে খাদ্যবান্ধব কর্মসূচির দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্দেশনায় পৌর শহরের বিভিন্ন স্থানে অবস্থিত ওএমএস এর দোকানে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উত্তম কুমার রায়, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলয় রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবিরসহ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।  

জেলা সদরের পৌর এলাকার মোট ১২টি কেন্দ্রে প্রতিদিন ৭৫০ কেজি চাল, ৭৫০ কেজি আটা সরকারিভাবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।