ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কৃষকদের সঙ্গে ধান রোপণ করলেন এমপি শাওন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
কৃষকদের সঙ্গে ধান রোপণ করলেন এমপি শাওন সাদা-কালো টিশার্ট পরা এমপি নুরুন্নবী চৌধুরী শাওন

ভোলা: কাদা মাটিতে নেমে কৃষকদের সঙ্গে বোরো ধানের চারা রোপণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুন্নবী চৌধুরী শাওন।

জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কৃষক সমাবেশ শেষে কৃষকদের সঙ্গে বোরো ধান রোপণ করেন তিনি।

এমপিকে নিয়ে ধান রোপণ করতে পেরে উচ্ছ্বসিত হন কৃষকরা।

সাধারণ কৃষকদের সঙ্গে এমপিকে এভাবে ধানের চারা রোপণ করতে দেখে উৎসুক মানুষের ভিড় জমে। এমন দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকে। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

ওই ভিডিওতে দেখা যায়, টি-শার্ট ও ট্রাউজার পরে কাদা পানির মধ্যে কৃষকদের সঙ্গে বোরো ধানের চারা রোপণ করছেন এমপি শাওন। বেশ কিছুক্ষণ চারা রোপণের পর এমপি শাওন কৃষকদের সঙ্গে সেলফি তোলেন।
এমপিকে কাছে পেয়ে উচ্ছসিত হন কৃষকরা।

গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক সমাবেশ হয়। এরপর কৃষকদের সঙ্গে মাঠে নামেন এমপি।  

এমপি শাওন বলেন, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।