ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৪তম জাতীয় জাপানি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
১৪তম জাতীয় জাপানি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা: ঢাকার জাপান দূতাবাসে ১৪তম জাতীয় জাপানি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে ১৬ জন জাপানি ভাষা শিক্ষার্থীর কথা বলার দক্ষতা দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।

জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, জাপান ফাউন্ডেশন এবং জাপান দূতাবাস যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে।

১৬ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে অ্যাডভান্স ক্যাটাগরিতে তানজিনা আফরোজ বক্তৃতায় প্রথম পুরস্কার জিতেছেন। ক্রিস্টিনা মিতি রোজারিও বিগিনার বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন। এই বছরের প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছে ইটোচু কর্পোরেশন, মারুবেনি কর্পোরেশন, কাইকম সলিউশন জাপান, মিতসুবিশি কর্পোরেশন, নাগাসাকি রেস্তোরাঁ, নিপ্পন কোয়েই কোং লিমিটেড, সাইতো নেনশি বাংলাদেশ লিমিটেড, ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেড ও জাপান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
টিআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet