ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লালমোহনে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
লালমোহনে ট্রলিচাপায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

ভোলা: ভোলার লালমোহনে ট্রলিচাপায় মো. আলিফ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের জনতা বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

 

নিহত আলিফ ওই ইউনিয়ের ৯ নম্বর ওয়ার্ডের পণ্ডিতবাড়ীর প্রবাসী মো. সবুজ মিয়ার ছেলে।  সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।  

আলিফের নানা মো. ইয়াছিন জানান, বালু ও সিমেন্ট বোঝাই একটি ট্রলি জনতা বাজারের উত্তর পাশের পুলের ওপরে উঠছিল। কিন্তু, লোড বেশি থাকার কারণে ট্রলিটি উঠতে না পেরে পেছনের দিকে নেমে যেতে থাকলে আলিফ চাপা পড়ে। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।