ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
বাগেরহাটে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী (৩৩) ও তার সহযোগী শাওন চাপরাশিকে (২৬) আটক করেছে পুলিশ।  

শনিবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় ইব্রাহিম ফরাজির বাড়ি থেকে তাদের আটক করা হয়।

 

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মামলা দায়ের পূর্বক আটক দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ইব্রাহিম মোরেলগঞ্জ পৌরসভার আদর্শপাড়া এলাকার আব্দুল কাদের ফরাজির ছেলে এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আর সহযোগী শাওন চাপরাশি ভাইজোড়া এলাকার আবু চাপরাশির ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গোপন তথ্যেরে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। সে সময় তার

কাছ থেকে ১৪০টি ইয়াবা ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়। রোববার মামলা দায়ের পূর্বক আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।  

এর আগে ২০১৮ সালে ২৪০টি ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়েছিল ইব্রাহিম। তখন তাকে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে ২০২২ সালের ১৮ মে ইব্রাহিমের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ২০০টি ইয়াবাসহ মহিমা আক্তার মৌ নামে এক নারীকে আটক করেছিল পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।