ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল যুবকের মরদেহ প্রতীকী ছবি

সিলেট: ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন যুবক। দীর্ঘসময় সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজার ফাঁক দিয়ে দেখতে পান ঘরের চালের বাঁশের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে তাদের ছেলে।

 

বিষয়টি থানায় জানালে দ্রুত পুলিশ এসে দরজা ভেঙে ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার করে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিশপুর গ্রামে এভাবেই প্রাণ হারালেন আলী আকবর (২৮) নামে এক যুবক।  

নিহত আলী আকবর ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন আলী আকবর। যদিও আত্মহত্যার কারণ জানা যায়নি।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। থানার উপপরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্য সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলার দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।