ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. নজরুল ইসলাম। এদিকে বর্তমান পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন।
নজরুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে দায়িত্বরত রয়েছেন। এর আগে তিনি বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমান পররাষ্ট্রসচিব আগামী দুয়েকদিনের মধ্যে বেশ কয়েক মাসের জন্য ছুটিতে যাচ্ছেন। ছুটি থেকে ফিরে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো মিশনে রাষ্ট্রদূত হিসেবে যোগদান করতে পারেন।
তবে পররাষ্ট্রসচিব কে হচ্ছেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের একজনকে পররাষ্ট্রসচিব করা হতে পারে। সে অনুযায়ী মো. নজরুল ইসলামও হতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে জসীম উদ্দিন গত ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেন। তার আগে তিনি চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মাত্র ৮ মাসের ব্যবধানে মন্ত্রণালয়ে সচিব পদে পরিবর্তন হচ্ছে।
টিআর/আরবি