ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাগুরায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানবন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
মাগুরায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানবন্ধন

মাগুরা: মাগুরায় চাল, ডাল, তেল, বিদ্যুৎ, জ্বালানির গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ  নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন ও সমাবেশে করেছে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখা।  

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরের চৌরঙ্গী মোড় প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্বে করেন, বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ কজী নজরুল ইসলাম ফিরোজ। এতে বক্তব্য দেন, ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক এটিএম আনিছুর  রহমান, বাসদের জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু ও নেতা ভোবতোষ বিশ্বাস জয়।

এ মানবন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয়পণ্যের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যে আনতে হবে। কৃষকের উৎপাদিত কৃষিপণ্যে ও ন্যায় মূল্য দিতে হবে। চাল, ডাল, তেল বিদ্যুৎ জ্বালানি গ্যাসের মূল্য কমিয়ে আনতে হবে। তাছাড়া র্দীঘ দিন ধরে অবহেলায় ও অযত্নে জেলা একমাত্র শিল্প প্রতিষ্ঠান টেক্সটাইল মিল চালুসহ শিল্পনগরী গড়ে তোলা।  

বক্তারা আরও বলেন, গ্রাম শহরের শ্রমজীবী মানুষষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ করার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।