ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
বাগেরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় হাওয়া বেগম (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (৩ মার্চ) গভীর রাতে মোরেলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 শনিবার (৪ মার্চ) সকালে নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত স্বামী পরিত্যক্তা হাওয়া বেগম মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের হামিদ উদ্দিনের মেয়ে। তার একটি মাত্র মেয়ে রয়েছে। তিন আগে ২ হাজার টাকা মাসিক বেতনে জাপান প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে ঝিয়ের কাজ নিয়েছিলেন। শুক্রবার রাতে গলায় পাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।  

হাওয়া বেগমের মেয়ে কমলা বেগম (৪০) বলেন, অভাবের তারণায় বাসাবাড়িতে কাজ নিয়েছিল মা। কিন্তু কিভাবে কি হল জানি না। কষ্টের আর শেষ নেই আমাদের।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, হাওয়া বেগমের প্রেসারসহ নানা ধরণের শারীরিক জটিলতা ছিল। মানসিকভাবেও হতাশাগ্রস্থ ছিলেন তিনি। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।