ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১–এ শুরু হয়েছে ‘ঢাকা টোল্ড অ্যান্ড আনটোল্ড স্টোরি’ শীর্ষক গ্রুপ আর্ট এক্সিবিশন। পঞ্চম আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ১৯৯৬–৯৭ সেশনের মোট ২৩ জন শিল্পী।
বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী আইভি জামান।
এক্সিবিশনে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন মুনতাসিরা আরজু সিমি, সখিনা আক্তার শিমু, মো. আরিফুজ্জামানসহ আরও ২০ জন শিল্পী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রদর্শনীতে শিল্পীদের চোখে ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি নতুনভাবে উঠে এসেছে। পুরান ঢাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে ঐতিহ্যবাহী ঢাকাই জামদানী—সবই নানা রঙে ও ভাবনায় উপস্থাপিত হয়েছে।
শিল্পী মুনতাসিরা আরজু সিমি বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে আমরা একজন শিল্পীর চোখে ঢাকার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমার একটি পেইন্টিংয়ে পুরান ঢাকার মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তুলেছি, আরেকটিতে তুলে ধরেছি ঐতিহ্যবাহী ঢাকাই জামদানী শিল্প। আশা করি ভবিষ্যতে দেশের বাইরেও আমরা এমন প্রদর্শনীর আয়োজন করতে পারব এবং বিশ্বের সামনে আমাদের ঐতিহ্য তুলে ধরতে পারব।
ঢাকার গল্পের বলা-না-বলা দিকগুলো শিল্পীদের ক্যানভাসে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে প্রদর্শনীটিকে।
এসপি/জেএইচ