ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের লোহার এঙ্গেলসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের লোহার এঙ্গেলসহ আটক এক

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের চার মণ লোহার এ্যাঙ্গেলসহ মোহাম্মদ আলী মোল্লা (৩৫) নামে এক চোরকে আটক করেছে আনসার সদস্যরা।  

শনিবার (০৪ মার্চ) গভীর রাতে কেন্দ্রের সামনে থেকে এই চোরকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করে আটক মোহাম্মদ আলী ও উদ্ধার মালামাল রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

মোহাম্মদ আলী মোল্লা মোংলা উপজেলার দ্বীগরাজ বাজার এলাকার মৃত অজেত আলী মোল্লার ছেলে। তিনি তাপবিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন।

আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চার মণ ওজনের লোহার এ্যাঙ্গেলসহ এক চোরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে চোরাই মাল ও চোরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।