ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুল গাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১) ও সিয়াম আহমেদ।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, নিহতরা নাটোর সিটি কলেজের ছাত্র। আজ সকালে তারা সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে করে নাটোর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত কোনো যানবাহন বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।  

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।