ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভূমিহীনমুক্ত হচ্ছে গোপালগঞ্জের ৪ উপজেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
ভূমিহীনমুক্ত হচ্ছে গোপালগঞ্জের ৪ উপজেলা

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা ভূমিহীনমুক্ত এলাকার স্বীকৃতি পেতে যাচ্ছে। এ মাসেই প্রধানমন্ত্রী এ চার উপজেলাকে ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সোমবার (০৬ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়ন টাক্সফোর্স কমিটির বিশেষ সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিশেষ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ রুহুল আমীন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্নাসহ অনেক বক্তব্য দেন।
আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়ন টাক্সফোর্স কমিটির বিশেষ সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, মুকসুদপুর উপজেলায় ‘ক’ শ্রেণিভুক্ত ৫৯৩টি, কাশিয়ানী উপজেলায় ৬৪০টি, কোটালীপাড়া উপজেলায় ৩৮৯টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৩৪১টি ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

এসব উপজেলায় এ পর্যন্ত ভূমিহীন যাদের তালিকা পাওয়া গেছে, তাদের সবাইকেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে এ চার উপজেলাকে ভূমিহীন ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

শুধুমাত্র গোপালগঞ্জ সদর উপজেলাকে এ মূহূর্তে ভূমিহীনমুক্ত ঘোষণা করা যাচ্ছে না। কারণ, সদর উপজেলায় এক হাজার ৯৯৪ জন ভূমিহীনকে আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া আরও ২৩০ জনের এখনো ঘর নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এজন্য তাদের পুনর্বাসিত করা যায়নি।  

পরে সদর উপজেলাকে ভূমিহীন ঘোষণা করা হবে বলে জেলা প্রশাসক সভায় জানান।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।