ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘কল দিচ্ছি, রিং হচ্ছে, কেউ রিসিভ করছে না’ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
‘কল দিচ্ছি, রিং হচ্ছে, কেউ রিসিভ করছে না’ 

ঢাকা: মহিউদ্দিন সুমনকে কল করে রনি জানতে চান, সে কোথায়। উত্তরে সুমন বলেন, দোকানেই আছি।

এরপরই বিকট শব্দে বিস্ফোরণ।

বিস্ফোরণের পর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধুকে খুঁজতে আসেন ধ্বংস হয়ে যাওয়া ভবনের ব্যবসায়ী রনি। সেখানে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাঁদছিলেন তিনি।  
 
রনি বলেন, বিশাল বিস্ফোরণ, চারিদিকে বিকট বিস্ফোরণে সব অন্ধকার হয়ে গেল। আমি ছেলেকে জড়িয়ে ধরলাম। দেখি আমার বন্ধুর দোকানসহ পাঁচটা দোকান ধসে গেছে। আমার বন্ধুটাও নেই। এক মিনিট আগে জিজ্ঞেস করলাম কই তুই।  

তিনি বলেন, বন্ধুর সঙ্গে ছোট বোনের জামাই ছিল। তাদের কাউকে খুঁজে পাচ্ছি না। ঘটনাস্থল থেকে আমাদের ঢাকা মেডিকেলে খোঁজ নিতে বলা হয়।

রনি বলেন, সুমন তাসনিম এন্টারপ্রাইজের মালিক ছিল। বিস্ফোরণের পর অনেক খুঁজেছি। কল দিচ্ছি, রিং হচ্ছে, কিন্তু কেউ তা রিসিভ করছে না।

এ সময় পাশেই নিখোঁজ মহিউদ্দিন সুমনের স্বজনেরা কান্না করছিলেন।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত হাসপাতালে আনা হয়। শেষ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩, মার্চ ৭, ২০২৩
এনবি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।