ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আজকের মতো অভিযান স্থগিত: ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
আজকের মতো অভিযান স্থগিত: ফায়ার সার্ভিস

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। তবে প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে আবারো অভিযান চালানো হবে।

 

বুধবার (৮ মার্চ) রাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বিস্ফোরণ হাওয়া ভবনের ২৫টি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পিলারের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে না আনা হলে পুনরায় অভিযান চালানো ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী অভিযান প্রয়োজন সাপেক্ষে চালানো হবে।

বুধবার বিকালে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও আরও একজন নিখোঁজ রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে মেহেদী হাসান স্বপন নামে একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তিনি ওই ভবনটিতে বাংলাদেশ সেনেটারির ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

এর আগে অবশ্য তিনি বলেন, অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কাছে যতক্ষণ নি‌খোঁজের অভিযোগ থাকবে ততক্ষণ অভিযান চলবে।  

মঙ্গলবার বিকেলের দিকে সিদ্দিকবাজারে বিস্ফোরণটি ঘটে। এ পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।