ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভারী যন্ত্রের অভাবে উদ্ধার কাজে ধীরগতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভারী যন্ত্রের অভাবে উদ্ধার কাজে ধীরগতি

ঢাকা: ভারী যন্ত্র ছাড়াই গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন স্যানিটারি মার্কেটে তৃতীয় দিনের উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে সাততলা ভবনের বেসমেন্টে জমে থাকা পানি অপসারণ শুরু করেন তারা।

এদিকে ক্ষতিগ্রস্ত ‘ভবনটি ঝুঁকিপূর্ণ’ লেখা ব্যানারও টানিয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ।

গত মঙ্গলবার বিস্ফোরণের পর থেকে এখনও উদ্ধার অভিযান শেষ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ভবনটির বেসমেন্টে উদ্ধার অভিযান চালাতে প্রয়োজন শোরিং (ঠেক দেওয়ার) নামের বিশেষ যন্ত্রের। যা ফায়ার সার্ভিসের কাছে নেই।

উদ্ধার অভিযানের বিষয়ে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক বলেন, সকাল সাড়ে ৮টায় কাজ শুরু হয়েছে। ভবনের নিচে প্রচুর পানি থাকায় সেগুলো সেচে তারপর উদ্ধারকাজ শুরু করা হয়েছে। কোনো ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে না।

সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা বালতিতে করে বেসমেন্টের পানি অপসারণ করছেন। ভবনের ভাঙা অংশও বালতিতে ভরে বের করে আনছেন।

খোঁজ মেলেনি বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার স্বপনের
ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টের দোকান বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার মেহেদী হাসান স্বপনের খোঁজ তিনদিনেও মেলেনি। স্বপনের ভাই সোহাগ, শ্যালক নুরুন্নবী ও মামা শ্বশুর আবদুল মান্নান রয়েছেন ঘটনাস্থলে স্বজনের অপেক্ষায়।  

বাংলাদেশ সময়: ১২১৩, মার্চ ৯, ২০২৩
এনবি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।