ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২ আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২ আহত ২০

রংপুর: পাগলাপীর সদরে ময়না পরিবহন নামে একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে রংপুর-নীলফামারী সড়কের গঞ্জিপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা দুজনই পুরুষ, তাদের মধ্যে একজনের বয়স ৪৫, অন্যজনের ২৫।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে রংপুরের উদ্দেশ্যে নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসে ময়না পরিবহনের বাসটি। বাহনটির গতি ছিল বেশি। গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে জায়গা দিতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গঙ্গাছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যারা নিহত হয়েছেন তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।