ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চোরাকারবারিদের হামলায় ৩ পুলিশ আহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
চোরাকারবারিদের হামলায় ৩ পুলিশ আহত আহত এপিবিএন পুলিশের ২ সদস্য। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: কুলাউড়ায় চোরাকারবারিদের ধরতে গিয়ে সংঘবদ্ধ প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন পুলিশের ৩ সদস্য। পরে কুলাউড়া থানা থেকে আরও পুলিশ সদস্য গিয়ে আহত তিন সহকর্মীকে উদ্ধার করে।

আহতরা হলেন অভিযানে নেতৃত্ব দেওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার ইন্সপেক্টর (ইনভেসটিগেশন) সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য।

তিনি বলেন, শনিবার ভোরে ৭ এপিবিএন সিলেটের একটি দল কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় টিলাগাঁও আমানিপুর এলাকার আরজু মিয়ার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় আরজু মিয়ার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি জব্দ করে দলটি। ঘটনাস্থল থেকে ২ নারীসহ তিনজনকে আটক করা হয়।

এ সময় চোরাকারবারি দলের সহযোগী শতাধিক লোক এসে এপিবিএন ও থানা পুলিশ সদস্যদের জব্দকৃত মালামাল এবং আটকদের ছিনিয়ে নিয়ে যায়।

পরে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।   চোরাকারবারি সদস্যদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ইন্সপেক্টর সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
বিবিবি/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।