ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্মার্ট ঢাকা বিনির্মাণে ‘নগর সরকার’ গঠনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
স্মার্ট ঢাকা বিনির্মাণে ‘নগর সরকার’ গঠনের দাবি

ঢাকা: রাজধানীর অব্যবস্থাপনা ও জনদুর্ভোগ দূরীকরণে এবং স্মার্ট ঢাকা বিনির্মাণে ‘নগর সরকার’ গঠনের দাবি জানিয়েছে জাগ্রত বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল।

শনিবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দলটির নেতারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছরেও রাজধানী ঢাকা গড়ে উঠছে আগের মতোই অ-পরিকল্পিতভাবে। এই নগরীর প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৬ লাখ মানুষের বসবাস। সিটি কর্পোরেশন আয়তনে বৃদ্ধি পেয়ে প্রায় ১ হাজার ৫২৮ বর্গ কিলোমিটার হয়েছে। নগরীতে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি সবক্ষেত্রে পরিবর্তন এসেছে। শুধু পরিবর্তন আসেনি আইন কাঠামো ও শাসনব্যবস্থায়। ফলে আধুনিক নাগরিক সুবিধা থেকে নগরবাসী প্রতিনিয়ত প্রতারিত এবং বঞ্চিত হচ্ছে। সুবিধার চেয়ে অসুবিধা এবং সঙ্কট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

বর্তমান ঢাকাকে স্মার্ট ঢাকায় রূপান্তরিত করতে হলে নগর কাঠামোর পরিবর্তন আনা প্রয়োজন উল্লেখ করে তারা বলেন, এই নগর কাঠামো বিন্যাসে নগরের সব পর্যায়ে সব বিষয়ে প্রতিটি শ্রেণি পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য গঠন করতে হবে নগর সরকার।

তারা আরও বলেন, এই নগর সরকারে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। মেয়র ও কাউন্সিলরের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের প্রতিনিধিত্বের ব্যবস্থা থাকতে হবে। এতে শুধু সরকার নয়, জনগণও মনে করবে এটা তাদেরই নগর সরকার।

এখানেই শেষ নয়। প্রদেশ গঠন এবং প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে ঢাকা মহানগরমুখী সমগ্র দেশের প্রশাসনিক চাপ কমাতে হবে। তাহলেই যানজট মুক্ত ঢাকা গড়া সম্ভব হবে। পাশাপাশি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা নগর গড়ে উঠবে।

বিশ্বায়নের এই যুগে সিটি কর্পোরেশনের পরিবর্তে নগর সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। এটি প্রতিষ্ঠিত হলে ঢাকা মহানগরকে বিশ্বের এক অনন্য স্মার্ট নগরে পরিণত করা সম্ভব।

জাগ্রত বাংলাদেশের সভাপতি আজমুল জিহাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি অ্যাডভোকেট এ ইউ জেড প্রিন্স, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন মামুন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ বি এম জোবায়ের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।