ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
গাজীপুরে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার কলেজমোড় এলাকায় ট্রাকচাপায় জুবায়ের হোসেন (৯) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরে জৈনাবাজার কাওরাইদ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

জুবায়ের ওই এলাকার মো. নূরুল হকের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।  

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, দুপুরে হেঁটে আবদার কলেজমোড় এলাকায় সড়ক পার হচ্ছিল জুবায়ের। এ সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা এসে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
 
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।