ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পিকআপের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
পিকআপের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় মো. সাহাবুদ্দীন (৭৩) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। এ সময় সুলতান আহম্মদ (৭০) নামে আরেক বীর মুক্তিযোদ্ধা আহত হয়েছে।

 

সোমবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দীনের বাড়ি মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রামে।  

আহত সুলতান আহম্মদের বাড়ি একই ইউনিয়নের বাসিন্দা। আহত সুলতান আহম্মদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহম্মদ জানান, বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পিকআপ দুই মুক্তিযোদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং আরেকজন আহত হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। তার লাশ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।