পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় অস্থায়ীভাবে চাষাবাদকারী কৃষকদের ফসলের ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলা সম্মেলন কক্ষে ২৮ জন কৃষকের মধ্যে চেক বিতরণ করেন ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ ত ম শহীদুজ্জামান নাসিম, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু প্রমুখ।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বক্তব্য দেন- সাইফুজ জামান পিন্টু, খাইরুল ইসলাম লাল্টু, রকিব আলী খাঁ, আক্তারুজ্জামান আকতার, মাসুম সরদার।
চেক প্রদানের আগে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা অনেক আগে করা হয়েছে। ইতোপূর্বে কিছু কৃষক ক্ষতিপূরণ পেয়েছে, তবে প্রায় চার বছর ক্ষতিপূরণ দেওয়া বন্ধ ছিল। কৃষকরা অনেক আন্দোলন সংগ্রামের পর মামলা করে। চার বছর মামলা চলার পর হাইকোর্ট কৃষকদের পক্ষে রায় দিলে রোববার ( ১৩ মার্চ) ২৮ জন কৃষকের মধ্যে ৮৪ লাখ টাকার চেক দেওয়া হয়।
এর আগে ৩১৪ জনকে সর্বমোট ২০ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
আরএ