ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাস্তার পাশে পড়েছিল স্কুল ছাত্রের মরদেহ

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
রাস্তার পাশে পড়েছিল স্কুল ছাত্রের মরদেহ

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মিরাজ (১৫) নামে এক স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪মার্চ) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ১২ নম্বর আলোকদিঘি ইউনিয়নের গোশাহার এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিরাজ একই উপজেলার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। সে নশরতপুর আর্দশ পল্লী উন্নয়ন উচ্চচ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয়দের ফোন কলে বিষয়টি জানতে পারি। আমরা ঘটনাস্থলে এসে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করি। এ বিষয়ে সকল ধরনের তথ্য, উপাত্ত, ঘটনার কারন উৎঘাটনের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।