ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে স্বস্তির বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
নারায়ণগঞ্জে স্বস্তির বৃষ্টি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। এ বৃষ্টিতে অফিসগামীদের কিছুটা ভোগান্তি হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ ।

বুধবার (১৫ মার্চ) বেলা ১১ টার পর জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। এসময় জরুরি কাজে বের হওয়া এবং কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা পড়েন বিপাকে। তবে অনেককেই দেখা গেছে বছরে গরমের মধ্যে প্রথম বৃষ্টিতে ভিজতে।

চাকরিজীবী আসিফ জানান, কাজে যাচ্ছিলাম এখন বৃষ্টিতে আটকে আছি। তবে শান্তি লাগছে, কারণ গরম কিছুটা কমেছে।

শিক্ষার্থী আব্দুল্লাহ জানান, কলেজ থেকে ফিরছি, বৃষ্টিতে যানবাহন পাচ্ছি না। ভিজলাম শখে, তবে শান্তি লাগছে।

এদিকে বৃষ্টিতে শহরের প্রধান প্রধান সড়কগুলো ফাঁকা দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।