ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ঝুট গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট| | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
আশুলিয়ায় ঝুট গোডাউনে আগুন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২ লাখ টাকার। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কবিরপুর বুড়ির ট্যাক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে আমদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আগুনের মাত্রা বেশি হওয়ায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আমাদের সঙ্গে যুক্ত হয়। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় গোডাউনের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশেই একটি বসতি বাড়ি ছিল সেটিকে আমরা আগুন থেকে রক্ষা করতে পেরেছি। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্তের পর জানা যাবে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসএফ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।