ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভোমরা বন্দরে ৬ স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
ভোমরা বন্দরে ৬ স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী গ্রেফতার গ্রেফতার ব্যক্তি

সাতক্ষীরা: ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে ৬শ’ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ শুভংকর কুমার পাল (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করেছে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে ভোমরা শুল্ক স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুভংকর নড়াইল জেলার কালিয়া থানার মাওলি গ্রামের বিকাশ কুমার পালের ছেলে।

ভোমরা শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা শুক্রবার বেলা দেড়টার দিকে ভোমরা শুল্ক স্টেশন এলাকায় অভিযান চালিয়ে শুভংকরকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ৪৬ লাখ ৩০ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোমরা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক মাজরিহা হোসাইন বলেন, শুভংকর কুমার পাল ভারতে যাওয়ার জন্য ভোমরা শুল্ক স্টেশন এলাকায় অবস্থান করছিলেন। কাস্টমে ঢোকার আগে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।