ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুর আমদহ ইউনিয়ন নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত চার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
মেহেরপুর আমদহ ইউনিয়ন নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত চার

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নে নির্বাচন পরবর্তী সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার আশরাফপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-আশরাফপুর গ্রামের বক্কর আলীর ছেলে বিপ্লব হোসেন, হাবেল উদ্দিনের ছেলে শিমুল হোসেন, খায়রুল ইসলামের ছেলে রুবেল হোসেন ও ফরিদুল ইসলামের ছেলে তালেব হোসেন।

স্থানীয়রা জানান, সদ্য সমাপ্ত আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের কর্মী সমর্থকরা জয় লাভের পর আনন্দ করছিল। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারুল ইসলামের কর্মী সমর্থকরা তাতে বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা বাগবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  

জানা গেছে ১৬ মার্চ আমদহ ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন জয় লাভ করেন। বিজয়ী প্রার্থীর সমর্থকরা শুক্রবার রাতে বক্স বাজিয়ে আশরাফপুর সড়কে আনন্দ প্রকাশ করছিল। এ সময় একাধিক বাড়ি ভাঙচুর করা হয় বলে খবর পাওয়া গেছে। এদিকে সংঘর্ষ চলাকালে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্হলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।