ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সায়েন্সল্যাব বিস্ফোরণ: বাঁচার লড়াইয়ে হেরে গেলেন ঢাবি ছাত্র নুর নবী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
সায়েন্সল্যাব বিস্ফোরণ: বাঁচার লড়াইয়ে হেরে গেলেন ঢাবি ছাত্র নুর নবী নুর নবী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষ হলে টিউশনি করতে পায়ে হেঁটে রওয়ানা হয়েছিলেন শিক্ষার্থী নুর নবী (২৪)। রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিন তলা ‘শিরিন ম্যানশনের’ সামনে দিয়ে যাওয়ার সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

 

গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে ঘটা ওই ভবন বিস্ফোরণে গুরুতর আহত নূর নবীর চিকিৎসা চলছিল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও)। ঘটনার ১৬ দিন পর বেঁচে থাকার লড়াইয়ে হার মানলেন জীবন সংগ্রামী এ তরুণ। এরই মধ্য দিয়ে ওই ভবন বিস্ফোরণের ঘটনায় ৬ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নুর নবীর মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউর প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন।

তিনি বলেন, সায়েন্সল্যাবের ঘটনায় শিক্ষার্থী নুর নবীর মৃত্যু হয়েছে। ঘটনার দিন থেকেই এই ছাত্র আইসিইউতে ছিলেন।

নিহত নুর নবীর বড় ভাই আলী হোসেন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দড়িগাঁও গ্রামে। বাবার নাম জসিম উদ্দিন। নুর নবী ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে থাকতেন এবং ইসলাম শিক্ষা বিষয়ে শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন নুর নবী।

নিহতের সহপাঠি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার দিন ক্লাস শেষে টিউশনি করতে বের হয়েছিল নুর নবী। সায়েন্সল্যাবের ওই ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সে। এ সময় ভবনে বিস্ফোরণে আহত হয়।  

গত ৫ মার্চ সায়েন্সল্যাবের ‘শিরিন ম্যানশনে’ বিস্ফোরণের ঘটনার দিনই তিনজনের মৃত্যু হয়। পরে মৃত্যু হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আয়শা আক্তার আশা (২৬) ও জহুর আলীর (৫২)।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।